সাড়ে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় স্বাভাবিক হয়েছে। কুয়াশার কমে যাওয়ায় বুধবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৩ টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নদীপথের মার্কিং বাতিগুলোর আলো অস্পষ্ট হয়ে পরে। ফলে নৌ-দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
বিষয়টি নিশ্চিত করে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী ব্যবস্থাপক মো. আলীম দাইয়্যান বলেন, কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৭টি ফেরি চলাচল করছে।