বিশ্ব ইজতেমায় আরও দুই মুসল্লির মৃত্যু 

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় অংশ নিতে এসে আরও দুই মুসল্লির মৃত্যু হয়েছে। এ নিয়ে এবারের দ্বিতীয় পর্বের ইজতেমায় মৃতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়াল।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১০টা ৫ মিনিটে শ্বাসকষ্টজনিত কারণে নাজমুল হোসেন (৭৫) নামের এক মুসল্লি অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি বগুড়ার শেরপুর উপজেলার চকপাতালিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

অন্যদিকে, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে খিত্তা নং ২৭-এ মোহাম্মদ আব্দুল আজিজ শেখ (৬০) নামের আরেক মুসল্লির মৃত্যু হয়। তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাসিন্দা ছিলেন।

ইজতেমার আয়োজক কমিটির মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম জানান, এবারের ইজতেমায় এটি তৃতীয় মৃত্যু। ইজতেমা ময়দানে আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে। দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে আগামীকাল (রবিবার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।