কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহে সকাল ১০টায় ১৯৮তম ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে। নামাজর শুরুর এক ঘণ্টা আগেই কানায় কানায় পূর্ণ ঈদগাহ ময়দান।
সোমবার (৩১ মার্চ) সকাল ৯টার দিকে এ চিত্র দেখা যায়। ভোর থেকে শোলাকিয়া ঈদগাহে প্রবেশের পথসহ অলিগলির সড়কগুলোতে পা ফেলার জায়গা নেই।
নামাজের ইমামতি করবেন শোলাকিয়া মাঠের সাবেক ইমাম ও পুনরায় সদ্য নিয়োগ প্রাপ্ত মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিষয়টি নিশ্চিত করেছেন ঈদগাহ মাঠ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক ফৌজিয়া খান।
চার স্তরের নিরাপত্তা ব্যবস্থায় সাজানো হয়েছে সব আয়োজন। নারীদের জন্য সূর্যবালা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে আলাদা জামাতের ব্যবস্থা করা হয়েছে।