ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

দেশের সবচেয়ে বড় ঈদ জামাত হয়ে গেলো শোলাকিয়ায়

আপডেট : ০৭ জুন ২০২৫, ১০:১৪ এএম

দেশের সবচেয়ে বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহ মাঠে । শনিবার (৭ জুন) সকাল ৯টায় ঈদুল আজহার ১৯৮তম এ জামাত অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ ছাইফুল্লাহ।

দূর-দূরান্তের বিভিন্ন জেলা থেকে ধর্মপ্রাণ মুসল্লিরা শোলাকিয়া ঈদগাহ মাঠের জামাতে অংশ নেন। বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের জন্য ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা।

নিরাপত্তায় ৬৪টি সিসি ক্যামেরা, ৭টি ড্রোন ক্যামেরা, ৭টি ভিডিও ক্যামেরা, ৫০টি মেটাল ডিটেক্টর, ৮টি আর্চওয়ে এবং চারটি ওয়াচ টাওয়ার স্থাপন করা হয়। ঈদুল ফিতরের জামাতে প্রায় ৬ লাখ মুসল্লি আসলেও কোরবানির ব্যস্ততার কারণে ঈদুল আজহার জামাতে কিছুটা কম মুসল্লি এসেছে বলে জানায় স্থানীয়রা।
 

RF/SN
আরও পড়ুন