কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে বজ্রপাতে দুজনে মৃত্যু হয়েছে। তারা ৩ জনেই মাঠে কৃষি কাজ করার সময়ে বজ্রপাতে গুরুতর আহত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেয়ার পর তাদের মৃত্যু হয়।
রোববার (১১ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে ভৈরব উপজেলার রসুলপুর ও শ্রীনগর ও কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামে এই ঘটনাটি ঘটেছে।
নিহতরা হলেন, উপজেলার সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের কিপিং বাড়ির মৃত আফছর উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০)।
শ্রীনগর গ্রামের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮)। এছাড়া কুণিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের কবির মিয়া (৩৫)।
খোঁজ নিয়ে জানা যায়, বিকালের দিকে হঠাৎ করে বৈশাখী ঝড় আসতে দেখে মাঠে শুকাতে দেয়া ধানের খড় তুলতে যান রসুলপুর গ্রামের কৃষক রফিক মিয়া, শ্রীনগর গ্রামের যুবক ফয়সাল ও কুলিয়ারচরের ছয়সূতি গ্রামের কবির মিয়া মাঠে কাজ করার সময়ে প্রবল ঝড়ের সময় হঠাৎ বজ্রপাতে মাটিতে লুটিয়ে পড়েন তারা। পরে তাদের স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের স্বাস্থ্য কর্মকর্তা ডা.কিশোর কুমার দাস জানান, বিকালের কালবৈশাখী ঝড়ে মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে ৩ জনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করা হয়। পরবর্তীতে স্বজনরা তাদের মরদেহ তাদের বাড়িতে নিয়ে যান।