কিশোরগঞ্জের ভৈরবে পাইকারি চালের আড়তে অবৈধ মজুদরোধ ও চালের মূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেন ইউএনও শবনম শারমিন। অভিযানে চাল আড়ৎ মালিক শাহজাহান মিয়াকে খাদ্য অধিদপ্তরে লাইন্সেস ছাড়া অতিরিক্ত চাল মজুদ রাখার দায়ে ৫ হাজার টাকা আর্থিক জরিমানা আদায় করা হয়েছে।
খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ, বিপণন বা এতদসংশ্লিষ্ট বিষয়ে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে সোমবার (৩০ জুন) বিকাল ৩ টায় ভৈরব বাজারের পাইকারি চাল আড়ৎগুলিতে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছা. রুমানা আফরোজ, ভৈরব খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মৌসুমী সিরাজ স্মৃতি প্রমূখ। এসময় অভিযানে সহযোগিতা করেন ভৈরব থানা পুলিশের সদস্যরা।
ভৈরব পাইকারী চাল বাজারে কবির এন্ড সন্সের মালিক কবির উদ্দিন খোকা জানান, ইরান যুদ্ধের প্রভাবে চালের দাম বাড়ার শঙ্কায় ক্রেতারা অতিরিক্ত চাল কেনায় বাজারে বেড়েছে চালের দাম। সে কারণে বাজারে চালের দাম কিছুটা বেড়েছে। তবে অন্যান্য বছরের তুলনায় বেশি দাম বাড়েনি। তবে বাজারে চালের দাম কমবে বলে তিনি দাবি করেন।
এবিষয়ে ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন জানান, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহণ, সরবরাহ, বিতরণ, বিপণন বা এতদসংশ্লিষ্ট বিষয়ে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধকল্পে ভৈরব বাজারে পাইকারি চালের আড়ৎগুলোতে অভিযান পরিচালিত করা হয়েছে। একজন চাল ব্যবসায়ীকে অবৈধভাবে চাল মজুদ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।