ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

নবীনগরে বিদেশি পিস্তলসহ আটক ২ 

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ০৭:০২ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগরে পুলিশ বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ ২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- মিতা আক্তার ও তার সহযোগী। ‎মিতা নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের মৃত মাসুদ মিয়ার স্ত্রী। 

রোববার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ‎নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর ইসলামের নেতৃত্বে রতনপুর ইউনিয়নের মিতা আক্তারের বাবার বাড়ি থেকে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এক বিদেশি পিস্তল ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

নবীনগর থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটক ব্যক্তিরা অস্ত্রটি অবৈধভাবে মজুত রাখছিল।

‎পুলিশ জানিয়েছে, এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং মামলার তদন্ত চলছে।

NJ
আরও পড়ুন