চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান চালিয়ে তিনটি দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৫ জনকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে এ তথ্য জানান কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।
আটকরা হলেন- মো. আবু নছর চৌধুরী (৪৪), আব্দুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), জিয়াউর রহমান (৫০) ও মো. সোহেল (২১)। তারা সবাই বাঁশখালী থানার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁশখালী থানার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় আজ ভোররাত ৩টা থেকে সকাল ৬টা পর্যন্ত বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড চট্টগ্রাম। এ সময় ৩টি দেশি আগ্নেয়াস্ত্র, ৮ রাউন্ড তাজা কার্তুজ, ১৫টি ফাঁকা কার্তুজ ও ৮টি দেশি অস্ত্রসহ স্থানীয় মনসুর বাহিনীর ৫ সক্রিয় সদস্যকে আটক করা হয়।
অভিযানকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী বাহিনী কোস্ট গার্ডের টিম বহনকারী গাড়িতে অতর্কিত হামলা চালিয়ে গাড়ি ভাঙচুর করে আটক আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্টগার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। জব্দ করা অস্ত্র ও আটক সন্ত্রাসীদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক ২ 