রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসকসহ অন্যান্যদের কর্তব্য অবহেলায় শাজাহান মৃধা (৫০) নামে এক রোগী মৃত্যুর অভিযোগ উঠেছে।
সোমবার (১৪ জুলাই) সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।এ সময় রোগীর স্বজনরা হাসপাতালে এসে উত্তেজিত হলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শাজাহান মৃধা রাজবাড়ী পৌর সভার ভবানীপুরের কেসমত মৃধার ছেলে। এর আগে সকালে বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে জরুরি বিভাগে আসেন ওই রোগী।
নিহতের স্বজনদের অভিযোগ, জরুরি বিভাগের চিকিৎসক ও অন্যান্যদের দায়িত্ব অবহেলার কারণেই এই রোগীর মৃত্যু হয়েছে। সামান্য বুকে ব্যথা ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। জরুরি বিভাগে আসার পর অক্সিজেন দিয়ে কিছুক্ষণ পর খুলে অক্সিজেন ছাড়াই ওয়ার্ডে পাঠানো হয় এবং অক্সিজেন ছাড়া তাকে ১৫ থেকে ২০ মিনিট রাখা হয়। এ সময় বার বার অক্সিজেন দিতে বললেও দায়িত্বরত কেউ অক্সিজেন দেননি। মূলত অক্সিজেন না দেওয়া ও দ্বায়িত্ব অবহেলার কারণেই তার মৃত্যু হয়েছে।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সিফাত মাহমুদ বলেন, প্রাথমিকভাবে ধারণা করছি রোগীটি হার্টঅ্যাটাক করে মারা গেছে। তার শ্বাষকষ্টের সমস্যা ছিলো। ওই সময়ে আমি ছিলাম না, তখন জরুরি বিভাগের দ্বায়িত্বে ছিলেন ডা. নুরুল ইসলাম আজম। তবে রোগী যতক্ষণ জরুরি বিভাগে ছিলো ততক্ষণ অক্সিজেন দেওয়া ছিলো। ট্রলিতে করে যখন ওয়ার্ডে নেওয়া হয়েছে, তখন অক্সিজেন দেওয়া ছিলো না। তবে ওয়ার্ডে নেওয়ার পর আবার অক্সিজেন দেওয়া হয়েছিলো।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ আব্দুল হান্নান বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। সকালে বুকে ব্যাথা নিয়ে একজন রোগী জরুরি বিভাগের আসার পর যথাযথ চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠান দ্বায়িত্বপ্রাপ্ত চিকিৎসক। পরে তিনি মারা যান। তবে এ বিষয়ে হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে বসা হয়েছিল এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এই ব্যক্তির চিকিৎসায় যদি কোনো অবহেলা বা ত্রুটি হয়ে থাকে এবং তদন্তে সেটি প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।