পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ৬৭ হাজার টাকায়!

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার দৌলত‌দিয়ায় পদ্মা নদীতে এক জেলের জালে ধরা পড়ে ২৫ কে‌জি ৩০০ গ্রাম ওজনের এক‌টি পাঙাশ মাছ। মাছ‌টি অনলাইনের মাধ্যমে ঢাকায় ৬৭ হাজার টাকায় বি‌ক্রি হয়েছে।

দৌলত‌দিয়া কলাবাগান এলাকার পদ্মা নদীতে জেলে ওমর হালদারের জালে মঙ্গ‌লবার দুপুরে মাছ‌টি ধরা পড়ে।

স্থানীয় জেলেরা জানান, ওমর হালদার তার সঙ্গী জেলেদের নিয়ে মঙ্গলবার সকালে পদ্মা নদীর কলাবাগান এলাকায় মাছ ধরতে গেলে তার জালে বড় একটি পাঙাশ মাছ আটকা পড়ে। নদী থেকে মাছটি তুলে তিনি  দৌলতদিয়া ৬ নম্বর ফেরিঘাট এলাকার কেসমত সরদারের মৎস্য আড়তে নিয়ে যান। সেখানে উন্মুক্ত নিলামে ২ হাজার ৬০০ টাকা কে‌জি দরে ৬৫ হাজার ৭০০ টাকায় মাছটি কিনে নেন স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার চান্দু মোল্লা মৎস্য আড়তের সত্ত্বাধিকারি চান্দু মোল্লা বলেন, ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের বড় পাঙাশ মাছটি কেসমত মোল্লার আড়তে উঠলে উন্মুক্ত নিলামে ৬৫ হাজার ৭০০ টাকায় কিনি ৷ পরে প্রতি কেজিতে ৫০ টাকা লাভে ৬৭ হাজার টাকায় ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে পাঙাশ মাছটি বিক্রি করেছি। দুপুর পরই মাছটি ডেলিভারি দেওয়া হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, পদ্মা নদীর পাঙাশ মাছের ভালো চাহিদা রয়েছে। প্রতিনিয়তই দৌলতদিয়া এলাকায় জেলেদের জালে বড় বড় পাঙাশ মাছ ধরা পড়ছে। এসব মাছ বিক্রি করে জেলেরা লাভবান হচ্ছেন।