শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি আলমাস সরদারের(২৬) মাটিচাপা অবস্থায় বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবর কান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, একটি পরিত্যক্ত বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে বৃহস্পতিবার রাতে মাটি খুঁড়ে বস্তাবন্দি মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা মরদেহ শনাক্ত করেন।
এরআগে গত বুধবার রাতে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খবির সরদার নামে বিএনপি এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা । নিহত খবির সরদার বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। খবিরের ভাই দানেশ সরদার বাদি হয়ে আলমাসসহ ২০ জনের নাম উল্লেখ জাজিরা থানায় হত্যা মামলা করেন। ওই হত্যাকাণ্ডের এক সপ্তাহ পর একই এলাকা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার হলো মামলার আসামী আলমাসের।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বলেন, খবির সরদার হত্যা মামলার প্রধান আসামি ছিলেন আলমাস সরদার। বৃহস্পতিবার রাতে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।