নারায়ণগঞ্জের রূপগঞ্জে মেহেদী (২৪) নামের এক টেইলার্স ব্যবসায়ীকে পায়ের রগ কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের উত্তরপাড়া মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মেহেদী নরসিংদী জেলার রায়পুরা উপজেলার কান্দাপাড়া এলাকার খোকন মিয়ার ছেলে। বর্তমানে তিনি ভুলতা গাউছিয়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
ভুলতা পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মোখলেসুর রহমান বলেন, নিহত মেহেদী ভুলতা গাউছিয়া মার্কেটের ২ তলায় নন্দিনী টেইলার্স নামের একটি টেইলার্স পরিচালনা করে আসছিলেন। তিনি কয়েকদিন যাবত নিখোঁজ ছিলেন। কিন্তু পরিবারের কেউ থানা পুলিশকে অবহিত করেননি। আজ ভোরে নিহতের পায়ের রগ কাটা অবস্থায় গোলাকান্দাইল উত্তরপাড়া মাজার সড়কে পাশে দেখতে পেয়ে স্থানীয়রা পরিবারকে খবর দেয়। পরে নিহতের মা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্ত বা থানা পুলিশকে অবহিত না করেই নিহতের মরদেহ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।