নারায়ণগঞ্জে সিমেন্ট ফ্যাক্টরিতে আগুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে টাইগার সিমেন্ট কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণের কাজে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার মঙ্গলখালী এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাঞ্চন নদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, ডেমরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং আদমজী ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে ফায়ার সার্ভিস কর্মীরা। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।

স্থানীয়রা জানান, হঠাৎ করে কারখানার ভেতরে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়তে দেখেন তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়।

এ ঘটনায় এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষতির বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।