ভাঙ্গায় বিনামূল্যে ডেন্টাল ও ওরাল ক্যান্সার স্ক্রিনিং সেবা প্রদান

ফরিদপুরের ভাঙ্গায় দিনব্যাপী বিনামূল্যে ডেন্টাল ও ওরাল ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (১১ অক্টোবর) উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া বাজার সংলগ্ন প্রফেসর আবদুল ওয়াজেদ মিয়া উচ্চ বিদ্যালয়ে ফরিদপুর-৪ (ভাঙ্গা, চরভদ্রাসন, সদরপুর) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী স্থপতি মো. মুজাহিদ বেগের উদ্যোগে এ ক্যাম্প করা হয়।

দিনব্যাপী এ ক্যাম্পে দাঁত ও মুখের বিভিন্ন রোগের চিকিৎসা, পরামর্শ ও মুখগহ্বরের ক্যান্সার শনাক্তকরণ পরীক্ষা বিনামূল্যে প্রদান করে ডা. মহসীন বেগ ফাউন্ডেশন।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, গ্রামীণ জনগণের মধ্যে দাঁত ও মুখের যত্ন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার জন্য স্থপতি মুজাহিদ বেগ দীর্ঘদিন ধরেই শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

মুজাহিদ বেগ বলেন, জনগণের সেবাই আমার অঙ্গীকার। মানুষের পাশে থেকে তাদের হাসি ফিরিয়ে আনাই প্রকৃত তৃপ্তি। আমি সংসদ সদস্য হই বা না হই, তাতে কিছু যায় আসে না। আমি চাই মানুষের ভালোবাসা। আমার এই সেবামূলক কার্যক্রম ইনশাআল্লাহ অব্যাহত থাকবে। ১৯৯০ সাল থেকে আমার পরিবার জেলায় চিকিৎসা সেবা দিচ্ছেন। প্রায় ৩৬ হাজার পরিবারের মাঝে বিনামূল্য চক্ষু সেবা করা হয়েছে বলে জানান।
 
এ সময় আরও উপস্থিত ছিলেন- সাবেক অধ্যাপক আবদুল ওয়াজেদ মিয়া, আল আমিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।