রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের দুর্গম হারাঙ্গীপাড়ায় স্থানীয় জনগণের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে সেনাবাহিনী।
সোমবার (১০ নভেম্বর) হারাঙ্গীপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে একজন শিশু বিশেষজ্ঞ, একজন গাইনি বিশেষজ্ঞ ও একজন মেডিক্যাল অফিসার অংশগ্রহণ করেন। নারী, শিশু ও প্রবীণসহ সীমিত সংখ্যক স্থানীয় বাসিন্দা এ ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নেন এবং বিনামূল্যে ওষুধ পান।
সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় ২ লাখ টাকার ওষুধ ও চিকিৎসা সামগ্রী বিতরণের পরিকল্পনা নেওয়া হয়। সেনাবাহিনীর এ উদ্যোগে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।
রাঙামাটি রিজিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, পার্বত্য অঞ্চলের জনগণের কল্যাণে সেনাবাহিনী সবসময় নিবেদিত। শান্তি, নিরাপত্তা ও মানবিক সহায়তার প্রতি সেনাবাহিনীর অঙ্গীকার অবিচল। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে সেনাবাহিনী।
সিগন্যালস্ কোরের ভূয়সী প্রশংসা সেনাপ্রধানের