সিরাজদিখানে মজিবর হত্যা, ২ জনের যাবজ্জীবন 

মুন্সীগঞ্জের সিরাজদিখানে উত্তর বাসাইল এলাকায় মজিবর রহমান খান হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রোববার (১২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১ম) আদালতের বিচারক খালেদা ইয়াসমিন উর্মি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- সিরাজদিখান উপজেলার উত্তর বাসাইল এলাকার মৃত বাবুল খানের ছেলে নূর মোহাম্মদ খান নুরু (৩২) এবং মৃত অদম আলী খানের ছেলে আয়ুব খান (৪৫)।

আদালত সূত্রে জানা গেছে, সিরাজদিখান থানার মামলা নং–০৭, তারিখ ৪ জুন ২০১৭। ওই দিন দুপুর ৩টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে মজিবর রহমান খানকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছেলে আরিফ হোসেন বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন নামাজ শেষে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে মজিবর রহমানকে আসামিরা কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও যুক্তি-তর্ক শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন আদালত। বেঞ্চ সহকারী নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি মো. নাছিম আখতার সুমন বলেন, আমরা এই রায়ে সন্তুষ্ট। আসামিরা এলাকার প্রভাবশালী ছিল। আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছেন।