চুয়াডাঙ্গা সীমান্তে প্রায় দেড় কোটি টাকার সোনার বার উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্ত থেকে এক কেজি ১৯৪ দশমিক ৩২ গ্রাম ওজনের চারটি সোনার বার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য এক কোটি ৩৪ লাখ ১৫ হাজার ৬২৮ টাকা।

সোমবার (২৩ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা-৫৮ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহীদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার জীবননগর উপজেলার গয়েশপুর এলাকা সীমান্তে অবস্থান নেয় গয়েশপুর বিওপির একটি টহল দল। এদিন দুপুর দেড়টায় দিকে এক ব্যক্তি  সাইকেল সীমান্তের দিকে যাওয়ার সময় টহল দল তাকে চ্যালেঞ্জ করে। সাথে সাথে সে সাইকেলটি ফেলে শূন্য লাইনের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল সাইকেলে ঝোলানো একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে  চারটি সোনার বার পান।

এ ঘটনায় অজ্ঞাত চোরাকারবারীর বিরুদ্ধে জীবননগর থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া সোনার বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।