চুয়াডাঙ্গায় ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহাবুল হককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে এক দুর্বৃত্ত। শনিবার (১৮ জানুয়ারি) রাত ৮টার সময় উপজেলার তাঁতী সেডের পাশে চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জনায়, ইউপি চেয়ারম্যান মাহাবুল হক ৮-১০ জনকে সঙ্গে নিয়ে তাঁতী সেডের পাশে চায়ের দোকানে বসে ছিলেন। এরপর রাত ৮টার দিকে তিনি সেখান থেকে বের হওয়ার সাথে সাথে হঠাৎ মাথায় হেলমেট পরা একজন অপরিচিত ব্যক্তি তার ওপর চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান বলেন, কে বা কারা তাকে কুপিয়েছেন। চিকিৎসার পর তিনি ফিরে এসে লিখিত অভিযোগ দেবেন। তবে এ অপরাধের সাথে কারা জড়িত, সে ব্যাপারে নিশ্চিত হতে পুলিশ মাঠে নেমেছে।