চুয়াডাঙ্গায় ৩২ লাখ টাকার অবৈধ স্বর্ণ জব্দ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা থেকে ৩২ লাখ টাকা মূল্যের দুটি স্বর্ণের বার জব্দ করেছে ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

শুক্রবার (১৮ জুলাই) বেলা দেড়টায় জীবননগর উপজেলার গয়েশপুর থেকে এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের ৫৮ বিজিবি সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান।

তিনি জানান, ৫৮ বিজিবির অধীনে মেদিনীপুর বিওপির নায়েব সুবেদার ফারুক হোসেনের নেতৃত্বে একটি টহল দল এদিন বেলা দেড়টার দিকে গয়েশপুর কাঁদাবাগান নামক স্থানে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় এক মোটরসাইকেল চালককে থামতে বললে তিনি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়৷ পরবর্তীতে ওই মোটরসাইকেল তল্লাশী করে সিটের নিচ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকরা স্বর্ণের বারগুলো ওজন ২৩২ গ্রাম। 

উদ্ধার করা স্বর্ণ এবং মোটরসাইকেলের সর্বমোট মূল্য ৩২ লাখ ৮৬ হাজার ৭০৮ টাকা।

তিনি আরও জানান, স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা জেলা সরকারী কোষাগারে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।