ভাল কাজের স্বীকৃতি স্বরূপ আবারও ময়মনসিংহ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত করা হয়। এ নিয়ে ৫ আগস্টের পর গত এক বছরে তিনি ময়মনসিংহ জেলায় চতুর্থবারের মতো শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন। এছাড়াও একবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
২০২৪ সালের ৫ আগস্টের পর ধোবাউড়া থানায় যোগদান করেন ওসি আল মামুন সরকার। যোগদানের পর থেকেই তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। এই উপজেলাটি সীমান্ত এলাকা হওয়ায় মাদক চোরাচালানের রোড হিসেবে ব্যবহার করা হয়।
তিনি যোগদানের পর একের পর এক মাদক উদ্বার এবং মাদক ব্যবসায়ীদের আটক করে সাধারণ মানুষের প্রংশসা কুড়িয়েছেন। কোন রকম হয়রানি ছাড়া পুলিশি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে এসেছেন। এছাড়াও নারী ও শিশু নির্যাতন প্রতিরোধসহ নানান অপরাধের বিরুদ্ধে তৎপর তিনি। তারই স্বীকৃতি হিসেবে ৪ বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
থানায় সেবা নিতে আসা পোড়াকান্দুলিয়া গ্রামের বাসিন্দা কামাল উদ্দিন, গামারীতলা গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ বলেন, আগে থানায় গেলে টাকা লাগতো। কিন্তু এখন বর্তমান ওসি আন্তরিকতার সাথে সেবা দেন।
এ ব্যাপারে ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ আল মামুন সরকার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে পুলিশ। এছাড়া আমার থানা পুলিশি সেবা জনগণের কাছে সহজে পৌঁছে দিতে বদ্ধপরিকর।