মাদ্রাসায় যেতে বলায় আত্মহত্যা করে ১০ বছরের শিমু

নাটোরের বাগাতিপাড়ায় মাদ্রাসায় যেতে বলায় শিমু (১০) নামের এক শিক্ষার্থী বিষ পান করে আত্মহত্যা করেছে।

শুক্রবার (৭ মার্চ) বিকেল ৫ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শিমু উপজেলার দয়ারামপুর ইউনিয়নের ডুমরাই সারদিয়া এলাকার মোঃ বাবলুর (৪৫) মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে ৩য় শ্রেণী পর্যন্ত পড়া শেষে শিমুকে তার নিজ ইচ্ছাতেই এ বছর দয়ারামপুর রিয়াজুল জান্নাত হাফেজিয়া মাদ্রাসায় ভর্তি করা হয়। ভর্তি হয়ে কিছুদিন ক্লাস করার পর সে বাড়ি চলে আসে। পরে সে আর মাদ্রাসায় যেতে চায় না। প্রথম দিকে পরিবার থেকে শিমুকে মাদ্রাসায় যেতে চাপ দিলেও সে কোনো মতেই যেতে রাজি হয় না। পরে তাকে আশ্বাস দেওয়া হয় মাদ্রসায় গিয়ে কর্তৃপক্ষকে বলে তাকে আবার বাড়ি নিয়ে আসা হবে।

তবে আজকে বিকেলে বাড়ির অন্য সদস্যরা কৃষি জমিতে কাজে গেলে বাড়িতে থাকা শিমু আম গাছে দেওয়া কীটনাশক খেয়ে ফেলে। জমি থেকে ফিরে বিকাল ৩ টার দিকে পরিবারের লোকজন এঘটনা জানতে পেরে বাড়িতেই তাকে বমি করানোর চেষ্টা করে।

পরে অবস্থার অবনতি হলে ৪ টা ১৫ মিনিটে তাকে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আবস্থায় বিকেল ৫ টায় তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানা অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, ধারনা করা হচ্ছে মাদ্রাসায় যাওয়াকে কেন্দ্র করে শিশুটি বিষপান করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।