পাবনায় সাপের ছোবলে সাপুড়ের মৃত্যু

পাবনার ঈশ্বরদীতে সাপের কামড়ে নাঈম হোসেন (২২) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) উপজেলার মুলাডুলি এলাকার এক ওঝার বাড়িতে নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

এর আগে সকাল ১০ টার দিকে ঈশ্বরদী পৌর এলাকায় সাপের খেলা দেখানোর সময় তার বাক্সে থাকা একটি গোখরা সাপ হাতের বৃদ্ধাঙ্গুলিতে ছোবল দেয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে তার হাতে তিনটি বাধন পরিয়ে দেয়। কিন্তু পরে স্বেচ্ছায় নিজেই নিজের হাতের বাঁধন খুলে ফেলেন সাপুড়ে নাঈম ৷

এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসা না নিয়ে উপজেলার মুলাডুলি এলাকার একটি ওঝার কাছে নিয়ে যায় তার পরিবার। সেখানে ওঝা নাঈম হোসেনকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ স ম আব্দুন নূর। 

তিনি জানান, নিহত নাঈম একজন সাপুড়ে ছিলেন। তিনি সাপের খেলা দেখিয়ে জীবন জীবিকা নির্বাহ করতেন। সম্প্রতি একটি গোখরা সাপ ধরে নিজের কাছে রেখেছিলেন তিনি। শনিবার সেই সাপ নিয়ে খেলা দেখাতে গেলে তাকে ছোবল দেয় সাপটি। এ ঘটনা জানার পর নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হলে ততক্ষণে তার জানাজা কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।