রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সিরাজগঞ্জে আশরাফ আলী (৫৫) নামের এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগে ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এক সঙ্গে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ জেলা আদালতের বিচারক ইকবাল হোসেন আসামিদের উপস্থিতে এ রায় দেন।
আদালতের (পিপি) এড. শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার বিষয়টি নিশ্চিত জানান, ৪ জনের যাবজ্জীবন ও অপর দুজনকে ২ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের আ. খালেক শেখের ছেলে আ. আলিম, মোজাম শেখ, আ. রউফ ও মৃত জেসার উদ্দিন খলিফার ছেলে মো. আবু বক্কার।
২ বছরের সাজাপ্রাপ্তরা হলেন-একই গ্রামের আ. আলিম সেখের ছেলে আব্দুল্লাহ ও আ. সামাদের ছেলে মোস্তাফিজুর রহমান। মামলায় অভিযোগ প্রমানিত না হওয়ায় মো. আমির হামজা শেখ ও মোছা. লিলি খাতুনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।
নিহত কৃষক আশরাফ আলী সদর উপজেলার বহুলী ইউনিয়নের চাঁদপাল গ্রামের মৃত ফজলার রহমানের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আ. আলিম শেখ গংদের সাথে আশরাফ আলীর রাস্তা নির্মাণ কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আলিম গংরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, লাঠি, কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ সময় আশরাফ আলীর মাথার পেছনের হাড় ফেটে যায়।
মামলা সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৮ সেপ্টেম্বর সকাল ৬টার দিকে আ. আলিম শেখ গংদের সাথে আশরাফ আলীর রাস্তা নির্মাণ কাজ নিয়ে কথা কাটাকাটি হয়। পরে আলিম গংরা পূর্ব পরিকল্পিতভাবে লোহার রড, লাঠি, কাঠের বাটাম দিয়ে আশরাফ আলীকে হত্যার উদ্দেশ্যে মারপিট করে। এ সময় আশরাফ আলীর মাথার পেছনের হাড় ফেটে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে সিরাজগঞ্জ সরকারী হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা হেলথ এন্ড হোপ স্পেশালজড হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আশরাফ আলী মারা যায়।
ঘটনার ২ দিন পর (১১ সেপ্টেম্বর) নিহতের স্ত্রী সুফিয়া খাতুন ৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫/৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার তদন্ত শেষে তদন্তকারি কর্মকর্তা সিরাজগঞ্জ সদর থানার (এস.আই) ফারুক হোসেন অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেন। দীর্ঘ শুনারি শেষে বিচারক আজ এ রায় ঘোষণা করেন।