সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে জয়পুরহাটে সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ হাসপাতাল চত্বরে এসব ছাগল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মহির উদ্দিন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাফসিয়া জাহান ও উপজেলা মৎস্য কর্মকর্তা রফিকুল ইসলাম প্রমুখ।
এ সময় বক্তারা জানান, সরকারের এ উদ্যোগ ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে ২০০ জন সুফলভোগীদের হাতে ছাগল তুলে দেন অতিথিরা।