রংপুরের মিঠাপুকুরে এক শারীরিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের শিকার হয়েছে। ঘটনার পর থেকে ধর্ষককে গ্রেপ্তার এবং ফাঁসির দাবিতে উত্তাল ছিল মিঠাপুকুর। ঘটনার পর অভিযুক্ত শাহ আলম বোরকা পরে পালানোর চেষ্টা করেন। তবে তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন সাধারণ জনতা।
রংপুরের মিঠাপুকুর উপজেলার চিথলী পশ্চিম পাড়া গ্রামে ওই ঘটনায় বুধবার (১৯ মার্চ) উত্তাল ছিল মিঠাপুকুর। ধর্ষক শাহ আলমের ফাঁসির দাবিতে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন করেন বিভিন্ন স্কুল- কলেজের শিক্ষক, শিক্ষার্থী এবং সচেতন মহল। মানববন্ধনে ধর্ষক শাহ আলমে ফাঁসির দাবি এবং তার পক্ষে কোন অ্যাডভোকেট যেন আইনি সহায়তা না দেয়, সে অনুরোধ জানানো হয়। প্রশাসনের নিরপেক্ষতা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্টদের পদক্ষেপ কামনা করেন মানববন্ধনের অংশীজন।
এর আগে গত মঙ্গলবার (১৮ মার্চ) প্রাইভেট শেষে বাড়ি ফেরার পথে রাস্তার পাশে একটি ভুট্টা খেতে ওই প্রতিবন্ধী শিশুকে তুলে নিয়ে পাশবিক নির্যাতন চালায় ধর্ষক শাহ আলম (৪০)। উপজেলার চিথলী পশ্চিম পাড়া গ্রামের দুই সন্তানের জনক ধর্ষক শাহ আলম (৪০) কে জনগণের সহায়তায় গ্রেপ্তার করেন মিঠাপুকুর থানা পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাহ আলম ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার আদালতের মাধ্যমে ধর্ষক শাহ আলমকে জেলহাজতে পাঠানো হয়েছে।
মিঠাপুকুর থানার (ওসি ) আবু বক্কর সিদ্দিক রফিক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির বাবা বাদী হয়ে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আইনে মামলা করেছেন। কিন্তু অভিযুক্ত শাহ আলম পলাতক ছিল। পুলিশ ধর্ষককে গ্রেপ্তারে অভিযান শুরু করেন। ঘটনার মাত্র ৬ ঘন্টার মধ্যেই পুলিশের তীক্ষ্ণ নজরদারিতে ধর্ষক শাহআলম আটক হয়। তাকে কোর্টের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।