গাইবান্ধায় স্বামীর হাতে স্ত্রী খুন

গাইবান্ধার সুন্দরগঞ্জে পারিবারিক কলহের জেরে স্বামী আব্দুল লতিফ মিয়ার হাতে স্ত্রী জনতা বেগমকে (৩৪) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১০ জুন) সকালে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া (কছিম বাজার) গ্রামের মৎস্য খামার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জনতা বেগম ওই এলাকার আব্দুল লতিফের স্ত্রী। অভিযুক্ত লতিফ একই এলাকার মোত্তালেব হোসেনের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয়রা জানান, জনতা বেগম ও তার স্বামী আব্দুল লতিফের দাম্পত্য জীবনে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল। সকালে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আব্দুল লতিফ ধারালো অস্ত্র দিয়ে জনতা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে লতিফ স্ত্রী জনতার মরদেহ বাড়ির পাশের একটি কাঠের সাঁকোর কাছে ফেলে রেখে পালিয়ে যায়। খবর পেয়ে সুন্দরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।