ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে গণঅধিকার পরিষদ 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৫, ০৭:৫০ পিএম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গণঅধিকার পরিষদ থেকে দেশের ৩০০ আসনে প্রার্থী দেয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। সেই লক্ষ্য নিয়ে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মাঠ গোছানোর কাজ চলছে। 
 
রোববার (৯ নভেস্বর) বিকেলে গাইবান্ধার সাদুল্লাপুর বহুমুখী পাইলট হাইস্কুল মাঠে জনসভায় এসব কথা জানান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। 
তিনি বলেন, ২৪ সালে নতুন বাংলাদেশ বিনির্মাণ হয়েছে। তাই এদেশে নতুন নেতৃত্বের প্রয়োজন। তবে সব রাজনৈতিক দল মিলে যেহেতু নতুন দেশ গঠিত হয়েছে। তাই দেশ ও জাতীয় স্বার্থে কোন জোট গঠন করা হবে কিনা, তা তফসিল ঘোষণা করলে সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সাথে জুলাই সনদের গণভিত্তি দিতে গণভোটের প্রয়োজন বলেও জানান তিনি।
 
জনসভায় বক্তব্য রাখেন- গণঅধিকার পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা মোন্নাফ, গাইবান্ধা-৩ পলাশবাড়ি সাদুল্লাপুর আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মো. সুরুজ্জামান সরকার, গাইবান্ধা জেলা সভাপতি এসএম মামুনসহ জেলা ও উপজেলার নেতারা। 
NJ
আরও পড়ুন