রমেক হাসপাতাল

রোগীর শরীরে টিটেনাস শনাক্ত, আইসিইউ সেবা বন্ধ

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র-আইসিইউতে থাকা এক রোগীর শরীরে টিটেনাস (ধনুষ্টংকার) শনাক্ত হওয়ায় আইসিইউ সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ৩ দিনের জন্য আইসিইউ সেবা বন্ধ থাকবে। এজন্য সেখানে থাকা অন্য রোগীদের দ্রুত সরানোর ব্যবস্থা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সোমবার (২৩ জুন) দুপুরে এক রোগীর শরীরে টিটেনাস শনাক্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত নয়টা) তিনজন রোগী বাদে বাকি রোগীদের অন্য জায়গায় স্থানান্তর করা হয়েছে।

হাসপাতালের আইসিইউ’র কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুল্লাহেল বারী রাতে জানান, সোমবার দুপুরে আইসিইউতে থাকা একজন রোগীর ডায়ালাইসিস এবং সার্জারির পরীক্ষা-নিরীক্ষায় আমরা নিশ্চিত হই ওই রোগীর শরীরে টিটেনাস রোগ রয়েছে। যেহেতু টিটেনাস সংক্রামক রোগ, সে কারণে পুরো আইসিইউকে জীবাণুমুক্ত করতে ৩ থেকে ৪ দিন ওয়ার্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও জানান, টিটেনাস আক্রান্ত রোগী মহুবার রহমান কুড়িগ্রামের চিলমারী থেকে দুপুরে শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হতে রংপুরে আসেন। তাকে পরীক্ষা-নিরীক্ষার পর শরীরে টিটেনাস শনাক্ত হলে তাকে আইসিইউ থেকে মেডিকেলের আইসোলেশন সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

জানা গেছে, মোট ৯ জন রোগীর মধ্যে ৫ জনকে অবস্থা অনুযায়ী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। ৩ জন রোগী ভেন্টিলেটরে আছেন, তাদেরকে বিকল্প ব্যবস্থাপনায় নেয়া হবে রাতের মধ্যেই। এরপর কেমিক্যাল দিয়ে পরিষ্কার করার পর আবার আইসিইউ চালু হবে।

আব্দুল মোনায়েম নামের এক রোগীর স্বজন জানান, আমার বাবা আইসিইউতে চিকিৎসাধীন। তিনি জটিল রোগে আক্রান্ত। একটু ভালোর দিকে ছিল। রাতে আইসিইউ’র চিকিৎসক জানায় টিটেনাস শনাক্ত হয়েছে ওয়ার্ডে। সে কারণে  অন্য ওয়ার্ডে যেতে হবে। তারপর আমি আমার বাবাকে ওয়ার্ডে নিয়ে যাই।

সোহাগ আলী নামের এক স্বজন জানান, আমার স্ত্রী আইসিইউতে ছিল। চিকিৎসক তাকে তিন তলার ওয়ার্ডে নিয়ে যেতে বলেন। আমি সেখানে নিয়ে যাচ্ছি। শুনেছি আইসিইউতে টিটেনাস ধরা পড়েছে।

এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান জানান, টিটেনাস শনাক্ত হওয়ায় আইসিইউ বিভাগ পরিষ্কার-পরিচ্ছন্নতা করতে হবে। সে কারণে কিছু রোগীকে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বাকিদের সরানোর কাজ চলছে।