এসএসসি পরীক্ষায় ফেল করায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১০ জুলাই) ২নং চাড়োল ইউনিয়নের দোগাছি খিড়াপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী বালিয়াডাঙ্গী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। ফলাফল প্রকাশের পর থেকেই সে মানসিকভাবে বিপর্যস্ত ছিল। ধারণা করা হচ্ছে, ফলাফলের হতাশায় সে এমন মর্মান্তিক পথ বেছে নিয়েছে। ফল প্রকাশের পরে সে নিজ ঘরে সকলের অগোচোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পেয়েছি এবং ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জানার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।