রংপুরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু

রংপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেহেনা বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় একটি দুগ্ধজাত গরুও মারা গেছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে রংপুরের পীরগাছায় উপজেলার ছাওলা ইউনিয়নের রতনপুর (ভাটারপাড়) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রেহেনা বেগম কাউনিয়া ভূমি অফিসের চেইনম্যান ইউনুছ আলীর স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেহেনা বেগম গোয়ালঘরে গিয়ে দেখতে পান একটি গরু জমে থাকা পানির ওপর পড়ে আছে। বিদ্যুতায়িত অবস্থায় পড়ে থাকা গরুটিকে তুলতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তার মেয়ে রিয়ামনি এসে মায়ের নিথর দেহ পড়ে থাকতে দেখে মেইন সুইচ বন্ধ করে দেয়। কিন্তু ততক্ষণে তিনি মারা যান।

স্বামী ইউনুছ আলী বলেন, ‘শুক্রবার বড় মেয়ের বাড়ি যাওয়ার কথা ছিল। সকালেই সে নিজ হাতে পিঠার জন্য আটা তৈরি করছিল।’

পীরগাছা থানার ওসি নুরে আলম সিদ্দিকী বলেন, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের হয়েছে।