আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের হিলিতে ৪ দিন ব্যপী ভ্রাম্যমাণ বই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার দুপুরে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আমিনুল ইসলাম।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বই মেলার আয়োজন করেছে বিশ্ব সাহিত্য কেন্দ্র। প্রতিদিন দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা থাকবে মেলার স্টল।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেন, বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান প্রমুখ।
বই মেলা দেখতে আসা শিক্ষার্থী আসিক জানায়, প্রথমবার হিলিতে বই মেলা দেখছে। এর আগে কখনো বই মেলা হয়নি। আগামীতে স্থানীয়ভাবে বই মেলার আয়োজন করার দাবি জানায় আসিক।
ভ্রাম্যমাণ বই মেলার ইউনিট ইনচার্জ অমিত চক্রবর্তী বলেন, বিশ্ব সাহিত্য কেন্দ্র ও সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন ৪দিনব্যাপী বই মেলা শুরু হয়েছে। বই মেলা উপলক্ষে থাকছে চিত্র অংকন, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন। মেলায় ১৫০টি প্রকাশনির ১০ হাজারের বেশি বই রয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, এই বই মেলা আরো প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া দরকার। মেলার মাধ্যমে শিক্ষার্থীসহ নানা পেশার মানুষ বই পড়া ও ক্রয়ের জন্য উদ্বুদ্ধ হবে।