হিলিতে রোপা আমন রক্ষায় আলোক ফাঁদ কার্যক্রম

ক্ষতিকর কীটনাশকের অপব্যহার রোধ ও ফসল উৎপাদন বাড়াতে দিনাজপুরের হিলিতে রোপা আমন রক্ষায় আলোক ফাঁদ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার ছোট জালালপুর ও আলীহাট ইউনিয়নের সাধুরিয়া ফসলি মাঠে কৃষকদের নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই দিন জেলার ১৩টি উপজেলায় একযোগে আলোক ফাঁদের কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় কৃষকদের মাঝে আলোক ফাঁদের কার্যকারিতা ও ব্যবহার পদ্ধতি তুলে ধরেন হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম।

স্থানীয় কৃষক রফিকুল ইসলাম বলেন, আগে আমরা অনেক সময় বুঝতেই পারতাম না কখন কোন পোকা আক্রমণ করছে। এখন আলোক ফাঁদে সহজে শনাক্ত করা যাচ্ছে। ফলে সময়মতো ব্যবস্থা নিতে পারছি।

আরেক কৃষক আশরাফ আলী জানান, আলোক ফাঁদে পোকা ধরে ফেলায় কীটনাশকের ব্যবহার কমে যাবে। এতে আমাদের খরচ বাঁচবে, আর জমির ফসলও নিরাপদ থাকবে।

হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, আলোক ফাঁদের মাধ্যমে ক্ষতিকর পোকার উপস্থিতি সহজে শনাক্ত করা সম্ভব হচ্ছে। এর ফলে সময়মতো প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে। পাশাপাশি অপ্রয়োজনীয় ও অতিরিক্ত কীটনাশকের ব্যবহার হ্রাস পাবে। এ কার্যক্রম পরিবেশবান্ধব উপায়ে বালাই দমন নিশ্চিত করবে এবং কৃষকদের উৎপাদন খরচও কমিয়ে আনবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. মেজবাহুর রহমান, আলীহাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. ইমরান আলী, উপ-সহকারী কৃষি অফিসার মো. রাজিব, মুনসুর আলীসহ স্থানীয় কর্মকর্তারা।