বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের সব ইউনিট বন্ধ

যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ইউনিটের সব ইউনিট একে একে বন্ধ হয়ে যাওয়ায় দিনাজপুরের কয়লাভিত্তিক বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে। 
 
পর্যাপ্ত কয়লা মজুদ থাকলেও ৪ দিনের ব্যবধানে পরপর দুইটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ার রোববার (১৯ অক্টোবর) রাত থেকে এই  বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ রয়েছে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে পারছে না ৫২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই বিদ্যুৎকেন্দ্র।
 
বিষয়টি নিশ্চিত করে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, গত রোববার দিবাগত রাতে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটের বয়লার পাইপ ফেটে যায়। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
 
এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিটের গভর্নর ভালভ স্টিম সেন্সরের ৪টি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় বন্ধ হয়ে যায় ওই ইউনিটটি। এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকে বন্ধ রয়েছে।
তিনি আরও জানান, সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া ১নং এবং ৩নং ইউনিটটির মেরামত কাজ চলছে। আগামী এক সপ্তাহের মধ্যে মেরামত কাজ সম্পন্ন করে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
 
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উৎপাদিত কয়লার উপর ভিত্তি করে খনির পাশে ২০০৬ সালে গড়ে ওঠে কয়লাভিত্তিক বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্র। প্রথম অবস্থায় ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন দুটি ইউনিট স্থাপন করা হয়। এরপর ২০১৭ সালে ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন আরেকটি ইউনিট চালু করে এই বিদ্যুৎকেন্দ্রে মোট উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়ায় ৫২৫ মেগাওয়াট।
 
কিন্তু যান্ত্রিক ত্রুটিসহ নানা জটিলতায় কখনই বিদ্যুৎকেন্দ্রটি একসাথে ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারেনি। অব্যাহত যান্ত্রিক ত্রুটির পর এর আগে সর্বশেষ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩নং ইউনিট এবং ১৮ ফেব্রুয়ারি ১২৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিটি বন্ধ হয়ে যাওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় এই তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন।
বেশ কয়েকদিন বন্ধ থাকার পর ২২ ফেব্রুয়ারি কোনমতে চালু হয় বিদ্যুৎকেন্দ্রটি। এরপর ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিট থেকে ১৬০ মেগাওয়াট এবং ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিট থেকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।
 
কিন্তু ৮ মাসের ব্যবধানে গত ১৬ অক্টোবর ৩নং ইউনিটটি এবং অল্প সময়ের ব্যবধানে সবশেষ গত ১৯ অক্টোবর ১নং ইউনিটি বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে পুরোপুরি বন্ধ রয়েছে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন। 
 
এদিকে বড়পুকুরিয়ার তাপ বিদ্যুৎকেন্দ্রের ৩টি ইউনিট একসাথে চালাতে প্রতিদিন কয়লার প্রয়োজন পড়ে প্রায় ৫ হাজার ২০০ টন। কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে ৩টি ইউনিট একসাথে কখনোই চালাতে না পারায় কোল ইয়ার্ডে জমেছে কয়লার বিপুল মজুদ।
 
বর্তমানে কয়লা মজুদ রয়েছে ৪ লাখ ৪০ হাজার টন। খনি থেকে প্রতিদিন উৎপন্ন হচ্ছে প্রায় ৪ হাজার টন কয়লা। কোল ইয়ার্ডে জায়গা না থাকায় অব্যাহত কয়লা উত্তোলন নিয়ে শঙ্কায় রয়েছে বড়পুকুরিয়া কয়লা খনি কর্তৃপক্ষ।