মৃত্যুর পর ভিক্ষুকের কাছে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা

হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেছে বস্তা ভর্তি নগদ টাকা। এ ঘটনাকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে তুমুল চাঞ্চল্য ও আলোচনার ঝড়।

জানা গেছে, মৃত ব্যক্তি নাসির মিয়া (৬৫) দীর্ঘদিন ধরে দলাগাঁও গ্রামে ভিক্ষাবৃত্তি করতেন। গত ৯ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন। পরদিন পরিবারের সদস্যরা তার ঘর পরিষ্কার করতে গিয়ে একটি পুরনো বস্তা দেখতে পান। কৌতূহলবশত বস্তাটি খুলে দেখা যায়, ভেতরে গুচ্ছ গুচ্ছ টাকাভর্তি নোট।

পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে টাকা গোনা হলে দেখা যায়, মোট ২ লাখ ২৪ হাজার টাকা রয়েছে বস্তাটিতে। টাকা পাওয়ার বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো এলাকায়।

এলাকার বাসিন্দারা অনেকেই ধারণা করছেন, তিনি জীবনের বহু বছর ধরে ভিক্ষা ও মানুষের সাহায্যের টাকা জমিয়ে গোপনে সংরক্ষণ করে রেখেছিলেন। কেউ কেউ মনে করছেন, বিশ্বাসের অভাবেই তিনি টাকাগুলো ব্যাংকে না রেখে নিজ ঘরে লুকিয়ে রেখেছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, নাসির মিয়া ছিলেন অত্যন্ত মিতব্যয়ী ও সৎ মানুষ। কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বলেন, এত টাকা তিনি ঘরে রেখে গেছেন, অথচ কেউ জানতো না!

বহরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেন, ঘটনাটি সত্যি এবং এটি পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। কেউই বিশ্বাস করতে পারছে না, একজন ভিক্ষুকের ঘরে এত টাকা থাকতে পারে!

ঘটনাটি এখন দলাগাঁও গ্রামসহ পুরো মাধবপুর জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে।