ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

বগুড়ায় ‘মদপানে’ ৪ জনের মৃত্যু

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ১২:২৫ এএম

বগুড়ার শাজাহানপুরে অতিরিক্ত মদপানে চারজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক আরেকজনের চিকিৎসা চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।

 

শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আবদুল মানিক ও আল কাফির মৃত্যু হয়। এর আগে, মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মিজানুর রহমান মারা যান। পরদিন বুধবার রাতে মারা যান নাসিমুল ইসলাম। বর্তমানে রঞ্জু মিয়া (২৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া এলাকায় দুর্গাপূজার দশমীর রাতে তারা মদপান করে অসুস্থ হলে পড়লে  শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

 

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- একই এলাকার মিজানুর রহমান (৫০), নাসিমুল ইসলাম (২৭), আবদুল মানিক (২৫) ও আল কাফি (৩০)।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া এলাকায় দুর্গাপূজার দশমীর রাতে মিজানুর রহমান, নাসিমুল ইসলাম, আবদুল মানিক, আল কাফি ও রঞ্জু মিয়া একসঙ্গে মদপান করেন। মদপান শেষে সবাই বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ ও ব্যবহৃত মদের উৎস অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

HN
আরও পড়ুন