ভার্চুয়াল পদ্ধতিতে বিচারকাজ পরিচালনার জন্য প্রধান বিচারপতিকে চিঠি

তীব্র তাপপ্রবাহের কারণে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনার জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। 

সোমবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির  সম্পাদক অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক এ চিঠি দেন।

চিঠিতে বলা হয়েছে,  ঢাকাসহ সারাদেশে তীব্র তাপপ্রবাহ বিরাজমান। এতে মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। ইতোমধ্যে বাংলাদেশে হিট এলার্ট জারি করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে বিজ্ঞ আইনজীবীগণের মধ্যে অনেকেই শারীরিক অসুস্থতা এবং বয়োজ্যেষ্ঠতার কারণে তীব্র গরমে শারীরিকভাবে আদালতে উপস্থিত হয়ে মামলা পরিচালনা করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে বিজ্ঞ আইনজীবীগণ পেশাগত দায়িত্ব পালনে ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একইভাবে বিচার প্রার্থীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে।

এমতাবস্থায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম সীমিত পরিসরে হলেও ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করলে বিজ্ঞ আইনজীবীগণ এবং বিচার প্রার্থীরা উপকৃত হবে।

বিশেষ বিবেচনায় বয়োজ্যেষ্ঠ এবং শারীরিকভাবে অসুস্থ বিজ্ঞ আইনজীবীদেরকে সীমিত পরিসরে ভার্চুয়াল পদ্ধতিতে মামলার বিচার কার্য পরিচালনার সুযোগ প্রদান করলে বিজ্ঞ আইনজীবীগণ কৃতজ্ঞ থাকবে।