বাংলাদেশের আইন অঙ্গন হারালো এক প্রথিতযশা আইনবিদকে। সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি এক শোকবার্তায় বলেন, ‘আব্দুর রাজ্জাকের প্রয়াণে বাংলাদেশের আইন অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে এবং জাতি একজন বিদগ্ধ আইনজ্ঞকে হারিয়েছে।’ প্রধান বিচারপতি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।
বাংলাদেশের বিচার বিভাগের পক্ষ থেকে মরহুম ব্যারিস্টারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। রোববার (৪ মে) সন্ধ্যায় সুপ্রিম কোর্টের পাবলিক রিলেশন অফিসার মো. শফিকুল ইসলাম এক বিবৃতিতে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
রোববার বিকেল ৪টা ১০ মিনিটে রাজধানীর ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও সহকর্মী রেখে গেছেন।
১৯৪৯ সালে সিলেটের বিয়ানীবাজার উপজেলার শেখলাল গ্রামে জন্মগ্রহণ করেন আব্দুর রাজ্জাক। লন্ডনের ঐতিহ্যবাহী লিংকনস ইন থেকে ব্যারিস্টারি ডিগ্রি অর্জনের পর ১৯৮৬ সালে তিনি দেশে ফিরে আইন পেশায় যুক্ত হন। দীর্ঘ চার দশকের আইনজীবী জীবনে তিনি সাংবিধানিক আইন ও ফৌজদারি আইনে অভাবনীয় দক্ষতার সাক্ষর রেখেছেন এবং দেশ-বিদেশে সমাদৃত হয়েছেন।
মরহুমের প্রথম জানাজা সোমবার (৫ মে) সকাল ১১টায় ধানমন্ডির তাকওয়া মসজিদে এবং দ্বিতীয় জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এসময় সহকর্মী, বিচারক, আইনজীবী এবং শুভানুধ্যায়ীরা তাঁর প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করবেন।