আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে দাঁড়িপাল্লা প্রতীকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম নির্বাচন করছেন বলে গুঞ্জন উঠেছে। এ বিষয়ে পরিষ্কার বার্তা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শনিবার (৬ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে একটি স্ট্যাটাসে কেন্দ্রীয় শিবিরের প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, সাদিক কায়েম, ঢাকা-৮ থেকে নির্বাচন করছেন। এমন খবরের সত্যতা যাচাই করতে অনেকেই নক দিচ্ছেন।
তিনি বলেন, ইতোমধ্যে ২/১ জন সাংবাদিক এই ইস্যুতে ফেসবুকে পোস্টও করেছেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি দুদিন আগে মিডিয়াতে এ বিষয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন।
ছাত্রশিবিরের এই নেতা বলেন, আমরা আবারও বলছি— এখন পর্যন্ত ছাত্রশিবিরের কোনো জনশক্তিকে আসন্ন জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করানোর সিদ্ধান্ত গৃহীত হয়নি। কেন্দ্রীয় সংগঠন নির্বাচন সংশ্লিষ্ট কোনো সিদ্ধান্ত গ্রহণ করলে আমরা অফিসিয়ালি জানিয়ে দেব, ইনশাআল্লাহ।