ডাকসু সদস্য সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সর্বমিত্র চাকমা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে বহিরাগতদের ‘কান ধরে ওঠবস’ করানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনার মুখে তিনি এই সিদ্ধান্ত নিলেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। একইসঙ্গে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য তিনি নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করেছেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র (সেন্ট্রাল ফিল্ড) এলাকায় সর্বমিত্র চাকমার নির্দেশে কয়েকজন বহিরাগতকে কান ধরে ওঠবস করানোর দুটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে নেট দুনিয়ায় ব্যাপক বিতর্ক শুরু হলে আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য তুলে ধরেন এই ছাত্রনেতা।

সর্বমিত্র চাকমা জানান, মূলত ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতেই তিনি ব্যক্তিগত উদ্যোগে কাজ করতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক প্রত্যাশা নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। শুরু থেকেই ক্যাম্পাসকে নিরাপদ করতে রেজিস্টার্ড রিকশা চালুকরণসহ বিভিন্ন প্রস্তাব দিয়েছি। কিন্তু সেন্ট্রাল ফিল্ডে কোনো সিসি ক্যামেরা বা পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেই।’

ক্যাম্পাসে বহিরাগতদের অনুপ্রবেশকে একটি গুরুতর সংকট উল্লেখ করে তিনি আরও বলেন, ‘শারীরিক শিক্ষা কেন্দ্র এলাকায় নারী শিক্ষার্থীদের হেনস্তা, মোবাইল ও সাইকেল চুরির মতো ঘটনা নিয়মিত ঘটছে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করেছি, কিন্তু আইন তো আইনই। এ দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত ও মানসিক জীবন বিষিয়ে উঠেছে। তাই আর দায়িত্ব চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।’

নিজের সীমাবদ্ধতা স্বীকার করে তিনি বলেন, পরিস্থিতির চাপে এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখেই তিনি পদত্যাগের পথ বেছে নিয়েছেন।

FJ
আরও পড়ুন