জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফল প্রকাশ

জগন্নাথ বিশ্ববিদ্যাালয়ের ডি ইউনিটের  (সামাজিক বিজ্ঞান অনুষদ) ফলাফল প্রকাশ করা হয়েছে। 

রোববার (১১ জানুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে সামাজিক বিজ্ঞান অনুষদের আহ্বায়ক অধ্যাপক ড. সানজিদা ফারহানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ইউনিট-ডি (সামাজিক বিজ্ঞান অনুষদ) এর স্নাতক (সম্মান) ১ম বর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হলো। প্রত্যেক শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট https://jnu.ac.bd/ তে লগ ইন করে স্ব স্ব পোর্টালে ফলাফল দেখতে পারবে।

ভর্তি সংক্রান্ত পরবর্তী কার্যক্রম শিক্ষার্থী কর্তৃক বিষয় পছন্দ (Subject Choice) করণে বিষয়ক যাবতীয় তথ্য যথাসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নোটিশের মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।