জবি ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়ছেন ৮৪ জন

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ভর্তি পরীক্ষা শুক্রবার (২৬ ডিসেম্বর) শুরু হয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর ‘এ’ ইউনিটের মাত্র ৮৬০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৭২ হাজার ৪৭৪ জন ভর্তিচ্ছু। সেই হিসেবে প্রতিটি আসনের বিপরীতে লড়ছেন প্রায় ৮৪ জন পরীক্ষার্থী।

ভর্তি পরীক্ষা নির্বিঘ্ন করতে সকাল ১০টা থেকেই কড়া নিরাপত্তায় পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করানো হয়। শিক্ষার্থীদের সুবিধার্থে এবার ঢাকার বাইরে তিনটি বিভাগীয় কেন্দ্রসহ মোট ১২টি কেন্দ্রে একযোগে পরীক্ষা নেওয়া হচ্ছে। ঢাকার বাইরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আয়োজন করা হয়েছে। এছাড়া ঢাকার অভ্যন্তরে জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ৯টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

পরীক্ষার মান বণ্টন অনুযায়ী, মোট ১০০ নম্বরের মধ্যে ৭২ নম্বরের এমসিকিউ (MCQ) এবং ১৮ নম্বর এসএসসি ও এইচএসসি ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে। পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিত অথবা জীববিজ্ঞান বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

সার্বিক প্রস্তুতি সম্পর্কে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. পরিমল বালা জানান, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে ঢাকার বাইরেও কেন্দ্র রাখা হয়েছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামী ৯ জানুয়ারি এবং কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

DR/AHA
আরও পড়ুন