সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রস্তুত করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে প্রকাশ করা হতে পারে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মহিউদ্দিন মাতুব্বর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। রোববার দুপুরের পর এই ফলাফল প্রকাশ করা হতে পারে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের (পুরাতন) সভাকক্ষে এই মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা রয়েছে। এবার দেশের ১৯ কেন্দ্রের ৪৪ স্থানে এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার। এর মধ্যে ঢাকায় কেন্দ্র পড়েছে পাঁচটি, ঢাকার বাইরে ১৪টি। ৩৭টি সরকারি মেডিকেল কলেজে পাঁচ হাজার ৩৮০টি আসন এবং বেসরকারি পর্যায়ে অনুমোদিত ৬৭টি মেডিকেল কলেজে মোট ছয় হাজার ২৯৫টি আসনের বিপরীতে এবার এক লাখ চার হাজার ৩৭৪ জন পরীক্ষার্থী।