মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষায় নতুন সময়সূচি ঘোষণা

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ পিএম

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস কোর্সে সরকারি কলেজে প্রাথমিকভাবে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া পিছিয়ে নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। পূর্বনির্ধারিত ৩০ ডিসেম্বরের পরিবর্তে আগামী ১০ জানুয়ারি থেকে এই ভর্তি কার্যক্রম শুরু হবে।

রোববার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) ও ভর্তি কমিটির সদস্যসচিব অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বরের সই করা বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, অনিবার্য কারণবশত ভর্তি প্রক্রিয়ার তারিখ পরিবর্তন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অফিস চলাকালীন সংশ্লিষ্ট সরকারি মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ বা ইউনিটগুলোতে ভর্তি হওয়া যাবে। এর আগে এই সময়সীমা ৩০ ডিসেম্বর থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত ছিল।

নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তির সময় নিচের মূল কাগজপত্র ও সত্যায়িত কপি সঙ্গে আনতে হবে:
ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ও ফলাফলের (রেজাল্ট শিট) কপি।
এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।
এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার একাডেমিক ট্রান্সক্রিপ্ট ও মূল সনদপত্র।
সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান প্রদত্ত প্রশংসাপত্র।
নাগরিকত্বের সনদপত্র (সিটি করপোরেশনের মেয়র/পৌরসভার চেয়ারম্যান/ইউপি চেয়ারম্যান/ওয়ার্ড কমিশনার প্রদত্ত)।
সদ্য তোলা ৪ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
কোটাভুক্ত ও পার্বত্য জেলা বা উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সার্কেল চিফ ও জেলা প্রশাসক প্রদত্ত মূল সনদপত্র।

মেধাতালিকা ও আসন সংখ্যা
গত ১২ ডিসেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এবার মেধাতালিকা তৈরি করা হয়েছে। ভর্তি পরীক্ষার নম্বরের সঙ্গে এসএসসি ও এইচএসসির নম্বর যোগ করে এই স্কোর নির্ধারিত হয়। এই স্কোরের ভিত্তিতে দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ৪১ জন এবং সরকারি ডেন্টাল কলেজ ও ৮টি ডেন্টাল ইউনিটে ৫৪০ জন শিক্ষার্থীকে প্রাথমিকভাবে নির্বাচনের জন্য মনোনীত করা হয়েছে।

মাইগ্রেশন নীতিমালা
ভর্তি সম্পন্ন করার পর কোনো শিক্ষার্থী চাইলে কলেজ পরিবর্তনের জন্য (মাইগ্রেশন) অনলাইনে আবেদন করতে পারবেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, একজন শিক্ষার্থী বিধিমালা অনুযায়ী সর্বোচ্চ তিনবার মাইগ্রেশনের সুযোগ পাবেন।

FJ
আরও পড়ুন
সর্বশেষপঠিত