শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে ঢাবি শিক্ষকদের মতবিনিময় সোমবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছেন বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষকসমাজ‘ এর ব্যানারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক সেলিম রায়হান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা ও আবদুল কাদের।

Inner

শিক্ষাব্যবস্থার সংস্কার নিয়ে খসড়া প্রস্তাব উপস্থাপন করবেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক জোবাইদা নাসরিন, জাপানিজ স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ড. খোরশেদ আলম এবং থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষক ড. শাহমান মৈশান।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।