পর্দা নামল ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যালের

সমাপনী অনুষ্ঠানের মধ্যে প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল-২০২৪ ‘আনন্দধারা’ এর পর্দা নেমেছে। রোববার (৩ নভেম্বর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে এই সমাপনী অনুষ্ঠিত হয়।

এর আগে গত ৩১ অক্টোবর ৪ দিনব্যাপী প্রথম ডিআরএমসি ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল-২০২৪ ‘আনন্দধারা’ এর পর্দা উঠে। এতে ৩১টি ইভেন্টে দেশের শতাধিক খ্যাতনামা স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তিন সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ। এছাড়াও কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের প্রধান সমন্বয়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ নূরুন্নবী, রেমিয়ানস কালচারাল ক্লাবের মডারেটর সহকারী অধ্যাপক প্রসূন গোস্বামী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবকমণ্ডলী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।