ঢাকা
সোমবার, ১৭ নভেম্বর ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২
ই-পেপার

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আন্তর্জাতিক টেক কার্নিভাল অনুষ্ঠিত

আপডেট : ১৯ অক্টোবর ২০২৫, ১২:৫৯ পিএম

তারুণ্যের উৎসব-২০২৫ এর অংশ হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ (ডিআরএমসি) আইটি ক্লাব আয়োজিত ‘৮ম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভাল-২০২৫’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৮ অক্টোবর) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ  প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল ড. মোহাম্মদ জাবের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষপত্নী নাহিদ শামীম রূপা।

তিনদিনব্যাপী এই আন্তর্জাতিক টেক কার্নিভালে দেশের খ্যাতনামা চার শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে। আয়োজনের মূল আকর্ষণ ছিল- আইটি প্রজেক্ট ডিসপ্লে, প্রোগ্রামিং কনটেস্ট, ওয়েবসাইট ডিসপ্লে, আইসিটি অলিম্পিয়াড, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন, টেক আর্টিকেল রাইটিং। এসব প্রযুক্তিনির্ভর ইভেন্ট শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও প্রযুক্তি চর্চার মঞ্চ হিসেবে কাজ করে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল ইসলাম, সহযোগী অধ্যাপক ও কার্নিভালের আহ্বায়ক আখতার জাহান ফেরদৌসী বানু, ডিআরএমসি আইটি ক্লাবের মডারেটর ও প্রভাষক সৈয়দ মাহবুব হাসান আমিরী, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ, অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মের মধ্যে প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীলতাকে উৎসাহিত করা, যাতে তারা আগামী দিনে একটি উন্নত ও দক্ষ বাংলাদেশ গড়তে সক্ষম হয়।

LH/FJ
আরও পড়ুন