ক্যাফেটেরিয়া খাবারের মান নিয়ে অসন্তোষ কুবির উপাচার্যের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ক্যাফেটেরিয়ায় খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী। বুধবার (৬ নভেম্বর) সকালে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ক্যাফেটেরিয়ায় নাস্তা করতে এসে তিনি এ অসন্তোষ প্রকাশ করেন।

ক্যাফেটেরিয়ার পরিচালক মান্নু মজুমদারকে উদ্দেশ্য করে বলেন, হুট করে আমি দুপুর বা রাতে খেতে আসবো, এটাই স্বাভাবিক। এক মাস সময় দিয়েও খাবারের মানের কোনো উন্নতি নেই। এখন মনে হচ্ছে আপনার বিদায়ের ঘণ্টা বেজে গেছে।

এসময় উপাচার্যের সঙ্গে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান ও প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম।

এদিকে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া পরিচালনার দায়িত্বে আছেন মান্নু মজুমদার। বিভিন্ন সময়ে শিক্ষক-শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়া পরিচালনায় নিয়ম-শৃঙ্খলার অভিযোগ করে আসছেন। এছাড়াও পচা-বাসি খাবার পরিবেশন, পোকা খাওয়া সবজি, খাবারে পোকামাকড়, খাবারের প্লেটের অপরিচ্ছন্নতা এবং নোংরা-পুরাতন বোতলে পানি সরবরাহ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে৷