নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ নিয়ে হাতাহাতিতে ঢামেকে আহত ২

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নতুন সংগঠনের 'বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ'র আত্মপ্রকাশ অনুষ্ঠানে কমিটি ঘোষণাকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত দুইজন শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে  চিকিৎসা দেয়া হয়।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক জানিয়েছেন, `আহত দুই শিক্ষার্থীকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হয়। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক না।'

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন— ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মিশু আলী (২৪) ও প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশন বিভাগের শিক্ষার্থী আকিবাল হাসান (২৫)। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ কমিটিকে ‘প্রহসনের কমিটি’ উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরের একদল তরুণ সংবাদ সম্মেলনস্থলে মিছিল নিয়ে এসে স্লোগান দেওয়া শুরু করেন। এ সময় নতুন সংগঠনের আত্মপ্রকাশকে কেন্দ্র করে আগে থেকে সেখানে অবস্থান করা শিক্ষার্থীরা বাধা দিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে মারামারিতে জড়ান শিক্ষার্থীরা।  এ ঘটনায় অন্তত পাঁচজন আহত হন এবং সংবাদ সম্মেলন দুই ঘণ্টা পিছিয়ে যায়।  

বিকেল ৩টায় এ সংগঠনের আত্মপ্রকাশের সময় বেসরকারি বিশ্ববিদ্যালয় ও উত্তরা থেকে এসেছেন দাবি করা একদল শিক্ষার্থী স্লোগান দিয়ে প্রবেশ করেন। পরে নতুন সংগঠনের সঙ্গে জড়িত শিক্ষার্থীরা সংগঠনের নাম ও মোটো উল্লেখ করে স্লোগান দেওয়া শুরু করেন। তারা বলেন, 'শিক্ষা ঐক্য, মুক্তি, মুক্তি'।  

এসময়, ‘ঢাবির সিন্ডিকেট ভেঙে দাও, গুড়িয়ে দাও’, ‘প্রাইভেট ছাড়া কমিটি, মানবো না, মানি না’ প্রভৃতি স্লোগান দিতে শোনা গেছে। 

মিছিল দেওয়া শিক্ষার্থীরা জানান, ‘উত্তরা পূর্ব ও পশ্চিমে কমিটি না দেওয়া এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশীদকে কমিটিতে না রাখায় তারা এই কমিটিকে প্রহসনমূলক আখ্যা দিয়ে বিক্ষোভ করছেন। তাদের দাবি, ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক কমিটি তারা মেনে নেবেন না। বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং সারাদেশের শিক্ষার্থীদের কমিটিতে রাখতে হবে।’

সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটিতে আহ্বায়ক পদে আব্দুল কাদের, সিনিয়র যুগ্ম আহ্বায়ক লিমন মাহমুদ, সদস্যসচিব পদে মহির আলম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব আল-আমিন, মুখ্য সংগঠক পদে হাসিব আল ইসলাম এবং মুখপাত্র পদে রাফিয়া রেহনুমা হৃদি রয়েছেন।