ইবিতে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতি ৯৬ শতাংশ 

ইসলামী বিশবিদ্যালয়ে (ইবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে বি ইউনিট (মানবিক) এর ভর্তি পরীক্ষা সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় ৬ হাজার ৯২৪ ভর্তিচ্চুক শিক্ষার্থী অংশ নেন। যা মোট পরীক্ষার্থীর ৯৬ শতাংশ।

শুক্রবার (২ মে) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইসলামী বিশবিদ্যালয়সহ দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়গুলোতে একযোগে এ ভর্তি পরীক্ষা হয়। 

পরীক্ষা চলাকালীন বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় তার সঙ্গে ছিলেন উপ-উপাচার্য ড. এম এয়াকুব আলী, ট্রেজারার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম।

ইবির প্রধান ফটকের সামনে ভর্তি ইচ্ছুক পরীক্ষার্থীর ভিড়। ছবি: খবর সংযোগ

এছাড়া পরীক্ষা চালাকালীন যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং শিক্ষাথীদের সার্বিক সহযোগিতায় প্রক্টরিয়াল বডির পাশাপাশি বিএনসিসি ও রোভার স্কাউট গ্রুপ নিয়োজিত ছিল। পাশাপাশি প্রশাসনের উদ্যোগে তথ্য ও স্বাস্থ্য কর্নারে শিক্ষার্থী ও অভিভাবকদের বিভিন্ন সেবা দেওয়া হয়।