যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) ২০২৬ সালের জন্য বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেছে। তালিকায় বাংলাদেশের ১৫টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এরমধ্যে আটটি সরকারি এবং সাতটি বেসরকারি বিশ্ববিদ্যালয়।
বৃহস্পতিবার (১৯ জুন) কিউএস তাদের ওয়েবসাইটে এ র্যাঙ্কিংয়ের তথ্য প্রকাশ করেছে।
দ্বিতীয় বারের মতো তালিকায় ৫৮৪তম অবস্থান নিয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সবার ওপরে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নাম। গতবছর এর অবস্থান ছিল ৫৫৪তম।
এ ছাড়া বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ৯৫১-১০০০তম, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ৭৬১-৭৭০তম, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ১০০১-১২০০তম।
ব্র্যাক ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবস্থান একই ক্যাটাগরিতে। এ চারটি বিশ্ববিদ্যালয় তালিকায় ১২০১-১৪০০তম এর মধ্যে রয়েছে।
বাকি সাতটি বিশ্ববিদ্যালয় ১৪০০তম এর ওপরে স্থান পেয়েছে। সেগুলো হলো আমেরিকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি), চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)।